২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ২:২১
শিরোনাম:

করোনায় ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২২ জনের মৃত্যু, শনাক্ত ১৭৭৩ (ভিডিও)

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, করোনায় মোট মারা গেছেন ৪০৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে ১০১৭৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১০২৬২ জনের। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো দুই লাখ ১৪ হাজার ১১৪ জনের। মোট আক্রান্ত হয়েছেন ২৮৫১১ জন। ঢাকার ২টি এবং ঢাকার বাইরে ২টি নতুন নিয়ে মোট ৪৭টি ল্যাবে বর্তমানে নমুনা পরীক্ষা করা হয়।

তিনি জানান, মৃতদের মধ্যে ১৯ জন পুরুষ, তিনজন নারী।  বয়স বিশ্লেষণে মৃতদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে ২ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩ ও ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুইজন এবং ৮১-৯০ বছরের মধ্যে ২ জন রয়েছেন।

তিনি জানান, জেলাভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রামে ৮, সিলেটে ৩ এবং ময়মনসিংহে ১ জন। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৬ জন, বাসায় ৫ এবং মৃত অবস্থায় এসেছে ১ জন।

ডা. নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৯৫ জন, মোট সুস্থ হয়েছেন ৫৬০২ জন।  আইসোলেশনের নেওয়া হয়েছে ১৫৪ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ৩ হাজার ৯৮৭ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৭৩ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ১ হাজার ৯৬৬ জন।

আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।