১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ২:১০
শিরোনাম:

ইভারমেকটিন ও ডক্সিসাইক্লিন ওষুধে মাত্র ৩০ টাকায় করোনা রোগী সুস্থ হচ্ছে : ডা. তারেক আলম

বুধবার একাত্তর টিভির টক শোতে বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. তারেক আলম বলেন, এ দু’টি ওষুধ ব্যবহার করে মাত্র ৪ দিনে করোনা রোগী ভালো হয়ে যাচ্ছে। ওষুধ দু’টি পুরানো হলেও পরজীবী সংক্রমণের চিকিৎসায় কার্যকরী ভূমিকা রাখছে।

জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক মোহাম্মদ শাহেদুর রহমান খান বলেন, এ ওষুধ রোগীর শরীরে প্রয়োগ করে ভালো ফল পাওয়া যাচ্ছে। তবে দ্রুত গবেষণার মাধ্যমে এটি পরীক্ষামূলকভাবে অনুমতি নিতে হবে। তারপর ব্যবহার করতে হবে।

ডা. আয়েশা আক্তার বলেন, এ ওষুধে কোনো পাশর্^প্রতিক্রিয়া নেই বরং ভালো ফল পাওয়া যাচ্ছে।

অষ্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে এ ওষুধ নিয়ে গবেষণা চলছে এবং ভালো ফলাফল পাওয়া যাচ্ছে বলে জানান তারা।