২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১২:৫৯
শিরোনাম:

মানবতার ফেরিওয়ালা মোড়েলগঞ্জের এ্যাডঃ পলাশ

নইন আবু নাঈমঃ প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারিতে এলাকায় অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট আইনজীবি এ্যাডভোকেট তাজিনুর রহমান পলাশ। উপজেলার বাসিন্দা সাবেক ছাত্রনেতা করোনা মহামারির শুরু থেকেই অতি দরিদ্র কর্মহীন অসহায় দিনমজুর পরিবারের মাঝে প্রতিনিয়ত নিজ উদ্যোগে অধিকাংশ মানুষকে বিনামূল্যে মাক্স, হান্ড-গ্লোভস, সাবান, হ্যান্ড-স্যানিটাইজারসহ ঔষধ বিতরণ করেছেন। এছাড়াও নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী অনাহারী মানুষের বাড়িতে পৌঁছে দিয়েছেন।

পবিত্র রমজান মাসেও বিভিন্ন মানুষের বাড়িতে ইফতার সামগ্রী বিতরণ করেছেন। উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও বিভিন্ন মন্দিরের পূরোহিতদের মাঝে বিতরন করেছেন নগদ অর্থ সহ উপহার সামগ্রী। ঈদ শুভেচ্ছা হিসাবে সমাজের নিম্ম-আয়ের পরিবারকে দিচ্ছেন আর্থিক সহায়তা। ছাত্রলীগের রাজনীতিতে পদার্পণ করার শুরু থেকেই এ্যাডভোকেট পলাশ এগিয়ে এসেছেন মানবতার সেবায়। পেশাগত জীবনে তিনি আইনজীবি হলেও সেখানেও রয়েছে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত। গরীব, অসহায় মানুষকে বিনামূল্যে আইনী সহায়তা দিয়ে যাচ্ছেন। জন্মগত পরিচয়ে মোড়েলগঞ্জ উপজেলার বাসিন্দা হলেও পার্শ্ববর্তী উপজেলা শরণখোলার অসহায় মানুষকেও আইনী সহায়তা দিয়ে যাচ্ছেন এ্যাডঃ পলাশ। প্রাকৃতিক দূর্যোগের সময় বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ কারীদের খোঁজ খবর নেয়ার পাশাপাশি প্রদান করেছেন খাদ্য সহায়তা।

এ ব্যাপারে জানতে চাইলে এ্যাডভোকেট তাজিনুর রহমান পলাশ বলেন, আমি আসলে কোন কিছু প্রাপ্তির টার্গেট নিয়ে এগোচ্ছি না। যেটুকু করছি এটা আমার সামাজিক দায়বদ্ধতা। মানবতার সেবা করার চেষ্টা করছি মাত্র। তারিখঃ ২৩.০৫.২০২০