২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৪:১৮
শিরোনাম:

আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর

পবিত্র রমজান মাস শেষ হলো আজ, এবার মাসটি শেষ হয়েছে ৩০দিনেই।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য, তুরস্ক, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রে গতকাল ৩০ রোজা পূর্ণ হওয়ায় আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে।  প্রতিবেশি দেশ মিয়ানমারেও আজ ঈদ উদযাপন করা হয়েছে।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের কিছু কিছু অঞ্চল এবং ভারতের কেরালাতে ঈদ উযাপন করা হয়েছে আজ।

কেরালা বাদে ভারতের অন্যান্য রাজ্য, পাকিস্তান, মালয়েশিয়াসহ এশিয়ার অন্যান্য দেশে ঈদ হচ্ছে আগামীকাল সোমবার।

নিয়ম অনুযায়ী ২৯ রমজানে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরদিন ঈদুল ফিতর উদযাপন করা হয়। কিন্তু এদিন চাঁদ দেখা না গেলে রোজা ৩০টি পালন করতে হয় এবং ৩০ রোজার পরদিন ঈদুল ফিতর উদযাপন করা হয়। সুতরাং কাল ঈদ।