১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৯:৪৭
শিরোনাম:

ভারতে করোনা সংক্রমণের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে, বিশ্বে সংক্রমিত দেশের তালিকায় দশম

গত ২৪ ঘন্টায় ৬ হাজার ৩৮৭ জনের করোনা শনাক্ত হওয়ায় এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৮৭৬ জন এবং মারা গেছেন ৪ হাজার ৩৪৬ জন। বুধবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয় থেকে এ তথ্য প্রকাশ করেছে। সুস্থ হয়েছেন ৬৪ হাজার ৪২৬ জন। লাইভ মিন্ট

এই সপ্তাহের শুরুতে ভারতে করোনা সংক্রমণের সংখ্যা টানা চার দিনে রেকর্ড করেছে এতে বিশে^র অক্রান্ত দেশের তালিকায় দশম স্থানে উঠে এসেছে। গত ২১ শে মে থেকে প্রতিদিন ৬ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে বলে প্রতিবেদনে জানা যায়। এনডিটিভি

মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট এবং দিল্লি সবচেয়ে বেশি করোনা সংক্রমণের রাজ্য হিসাবে অব্যাহত রয়েছে। কেবল মহারাষ্ট্রেই ৫০ হাজারের বেশি করোনা সংক্রমণের খবর পাওয়া গেছে।

২৫ মার্চ থেকে দেশব্যাপী লকডাউন জারি রয়েছে। প্রাথমিক ভাবে ২১ দিনের জন্য এই লকডাউন জারি হলেও পরে তা তিনবার বর্ধিত করা হয়েছে। চতুর্থ পর্যায়ের লকডাউন শেষ হতে চলেছে ৩১ মে।