১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১২:০৬
শিরোনাম:

ভারত ও বাংলাদেশের কিছু অংশ নিজেদের বলে দাবি করছে নেপাল

নতুন মানচিত্র প্রণয়নের লক্ষ্যে সংবিধানের সংশোধন পরিকল্পনা অস্থায়ীভাবে স্থগিত করলো নেপাল

সংবিধান সংশোধনের সঙ্গে জড়িত কয়েকজন হিন্দুস্তান টাইমসকে স্থগিতের বিষয়টি জানিয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি অনেকটাই স্ব উদ্যোগে নিজেদের মানচিত্রে ভারতের অংশ বিশেষ দেখানোর প্রস্তুতি নিয়েছেন। হিন্দুস্তান টাইমস, দ্য হিন্দু

নতুন রাজনৈতিক মানচিত্রে ভারতের অধিনে থাকা কালাপানি, লিমাপিউধারা এবং লিপুলেখতে অন্তর্ভুক্ত করতে চায় নেপাল।এটাকে ভারতের বিরুদ্ধে অতি জাতীয়তাবাদী পদক্ষেপ হিসেবেই দেখছে দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি।

বহু বছর ধরেই নেপালের অতি জাতীয়তাবাদী একটি অংশ বলে আসছে, বৃহত্তর নেপাল নামের এক তত্ত্বের কথা। সে অনুযায়ী প্রাচীনকালে নেপাল রাজপরিবারের শাসনাধীন ভারত ও বাংলাদেশের বেশ কিছু অংশ তারা নেপালের মানচিত্রে যোগ করার দাবি করে আসছে।

এর মধ্যে রয়েছে ভারতের জলপাইগুরির একাংশ, দার্জিলিং এর একাংশ, উত্তর দিনাজপুর জেলা। বাংলাদেশের পঞ্চগড়, ঠাঁকুরগাও দিনাজপুর, নীলফামারি জেলা ও রংপুর জেলার একাংশ।

রাজনৈতিক একটি মহল বলছে, পরের ধাপে পুরো বৃহত্তর নেপালের মানচিত্র প্রকাশ করে সংশ্লিষ্ট দেশগুলোকে চাপে রাখতে চায় ওলি সরকার।