২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৪:৩৫
শিরোনাম:

স্বাস্থ্যবিধি মেনে সীমিত এমপির উপস্থিতিতে বাজেট অধিবেশন শুরু

একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন আজ বুধবার ১০ জুন বিকাল ৫টায় শুরু হয়েছে।। সংসদীয় ইতিহাসে এবারই এক বৈরি পরিবেশে অধিবেশন বসলো। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে করছেন।

কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি নিষেধ ও কড়াকড়ি আরোপ করে বাজেট অধিবেশন পরিচালিত হচ্ছে।
সংবাদকর্মীরা সংসদে না গিয়ে সংসদ বাংলাদেশ টেলিভিশন থেকে বাজেট অধবেশনের সংবাদ সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকির বিবেচনায় বাজেট উত্থাপনের দিন বিভিন্ন দেশের কূটনীতিক, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে বাজেট প্রত্যক্ষ করার আমন্ত্রণ জানানো হয়নি। দর্শনার্থী প্রবেশ বন্ধ রাখা হয়েছে।

কোভিড-১৯ এর কারণে এবার বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের উপস্থিতিও সীমিত করে রোষ্টার অনুযায়ী যোগদানের ব্যবস্থা নেয়া হয়েছে।

প্রত্যেকের মাস্ক পরা বাধ্যতামূলক রয়েছে। টানেলের ভেতর স্থাপন করা জীবাণুমক্তকরণ চেম্বারের ভেতর দিয়ে সব সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের প্রবেশ করতে হয়েছে।

১২ কার্যদিবস চলবে এবারের অধিবেশন।

১১ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিকাল ৩টায় ২০২০-২১ অর্থবছরের বাজেট উত্থাপন করবেন। অধিবেশন শুরু ও বাজেট পেশের দিন ছাড়া প্রতিদিন সকাল সাড়ে ১০টায় অধিবেশন শুরু হয়ে একটানা দুপুর দেড়টা পর্যন্ত চলবে।