১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৩:১৭
শিরোনাম:

কোভিড-১৯ ঝড়ে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা লন্ডভন্ড হয়ে গেছে : মির্জা ফখরুল

 বিএনপি মহাসচিব বলেন, হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সরকারি প্রেসনোটে প্রতিদিন যে খবর প্রকাশিত হচ্ছে বাস্তবতার সাথে তার কোন মিল নেই। সরকারি ভাষ্য মানুষ বিশ^াস করে না।

তিনি বলেন, সরকারের সীমাহীন ব্যর্থতায় করোনা ভাইরাসে বাংলাদেশে সংক্রমণ ও মৃত্যুর মিছিল চলছে। [৪] তিনি বলেন, সরকারি হিসেবে দেশে মৃত্যু হাজার ছাড়িয়েছে, আক্রান্ত প্রায় লাখের কাছে। বেসরকারি বা অন্যান্য সূত্রে আক্রান্ত ও মৃত্যর সংখ্যা কয়েকগুণ বেশি। শুরু থেকেই লকডাউনের পরিবর্তে সাধারণ ছুটি ঘোষণা করে জনগণের সঙ্গে তামাশা করা হয়েছে। [৫] মির্জা ফখরুল বলেন, বর্তমানে স্বাস্থ্যখাতে ভয়াবহ অরাজক পরিস্থিতি বিরাজ করছে। একদিকে দেশজুড়ে চলছে শোকার্ত মানুষের আহাজারী আর অন্যদিকে চলছে করোনার ত্রাণ চুরির মহৌৎসব।

তিনি বলেন, করোনা ভাইরাসের আক্রমণে বিশে^র অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশও বিপর্যস্ত। বাংলাদেশে বর্তমানে করোনা পরিস্থিতি উর্ধমুখি ও বিপজ্জনক পর্যায়ে রয়েছে। বিশে^র সর্বোচ্চ সংক্রমিত ১০ দেশের মধ্যে ইতোমধ্যে বাংলাদেশের অবস্থান।

গতকাল উত্তরার নিজ বাসভবন থেকে ভার্চুয়্যাল সংবাদ সম্মেলন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্পাদনা: ইকবাল খান