১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৩
শিরোনাম:

কোভিডে মারা গেছে বিএনপির ৫৬ নেতাকর্মী ও আক্রান্ত ১২১

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য দেন। রাজশাহী বিভাগে আক্রান্ত ৫জন, চট্টগ্রামে আক্রান্ত ২৬,মৃত্যু-১২, কুমিল্লা আক্রান্ত ১৯, মৃত্যু ১৩, ঢাকায় আক্রান্ত ৪১, মৃত্যু-২৭, ময়মনসিংহ মৃত্যু ০১, খুলনায় আক্রান্ত ০৭, সিলেট আক্রান্ত ০৮, মৃত্যু ০২জন, ফরিদপুর বিভাগে আক্রান্ত ১৪জন, মৃত্যু-১জন।

তিনি বলেন, মানুষ চিকিৎসা সেবা পাচ্ছেনা বললেই চলে। শুধুমাত্র ভিআইপি ও সরকার দলীয় লোকেরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসার সুযোগ পাচ্ছে। দেশে একটি ভেন্টিলেটর, একটি আইসিউ বেড ও একটি অক্সিজেন সিলিন্ডারের জন্য হাহাকার চলছে। হাসপাতালে হাসপাতালে ঘুরে চিকিৎসা না পেয়ে এম্বুলেন্সেই রোগী মারা যাচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, চারিদিকে বিনা চিকিৎসায় মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। মানুষের আহাজারিতে বাংলাদেশের আকাশ ভারী হয়ে উঠছে। খোদ রাজধানী ঢাকাই নয় দেশের অনেক জেলায় লাশ দাফন করার জায়গা খালি নেই। শুধু রাজধানীর কবরগুলোতে গত চার মাসে লাশ দাফন হয়েছে দুই-তৃতীয়াংশ বেশি। আর পাশর্^বর্তী নারায়ণগঞ্জে এ সংখ্যা দ্বিগুণ।

শনিবার নিজ বাসভবন থেকে ভার্চূয়্যাল সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব। সম্পাদনা: ইকবাল খান