১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১০:৪০
শিরোনাম:

রেড জোন এলাকা ঘোষণা করার ৭২ ঘণ্টা আগে জানাতে হবে : আতিকুল

রোববার ডিবিসি টিভির খবরের একাংশে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র বলেন, এলাকা লকডাউন করার আগে অনেক ধরনের সমস্যা রয়েছে। বিভিন্ন এলাকায় অনেক অসুস্থ রোগী রয়েছে। তাদের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে। কোভিড টেস্ট করার জন্য বুথ তৈরি করতে হবে।

তিনি বলেন, সময় দিলে সব ধরনের কাজগুলো গুছিয়ে নেয়া যাবে। ফলে কোনো ধরনের সমস্যা হবে না। সব কিছু স¦াভাবিক ভাবে নিয়ন্ত্রণ করা যাবে।

তিনি আরও বলেন, সব কিছুতে আগে গুরুত্ব দিতে হবে। না হলে মানুষ ঝুঁকির মধ্যে পড়বে।

এদিকে আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ এস এম আলমগীর আরো বলেন, ঢাকার কিছু এলাকা কোভিড রোগী কম থাকায় সেগুলো রেড জোনে নেই। তবে রাজধানীর ৪৯টি এলাকা রেড জোন হিসেবে চিহিৃত করা হয়েছে।