১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৬
শিরোনাম:

মৃত্যুকে ভয় পেয়ে বসে থাকলে হবে না, জীবন চালিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

সোমবার (১৫ জুন)  প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবণ গণভবনে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এস এস এফের) ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে বক্তব্যে এ কথা বলেন। সময় ও ডিবিসি টিভি

তিনি বলেন, কোভিড-১৯ দেশের অগ্রযাত্রা থামিয়ে দিয়েছে। আওয়ামী লীগ নেতাদের মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন, শোকের মধ্যেও সাহসের জন্য জীবনকে এগিয়ে নিতে হবে।

তিনি বলেন, সাস্থ্য সুরক্ষার নির্দেশনা মেনে জনগণকে জীবন চালানোর আহ্বান জানান । জীবন ও মৃত্যু খুব কাছাকাছি। আমরা গতকালই আমাদের দুইজন নেতাকে হারিয়েছি। একের পর এ ধরনের সংবাদ আমাদের শুনতে হচ্ছে। এটা অত্যন্ত কষ্টের।

শেখ হাসিনা বলেন, দেশ ও মানুষের কল্যাণে নিজের লক্ষ্য বাস্তবায়নে কোনো ভয় নয়। কারণ যেখানেই থাকি, যেকোনো সময় মৃত্যু হতে পারে। মৃত্যু একদিন অবশ্যই হবে। তাই বলে মৃত্যুকে ভয় পেয়ে বসে থাকলে হবে না। ভয় পাই না।