৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৯:৫২
শিরোনাম:

কোভিড ১৯ এর প্রভাবে এইচএসসি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা

করোনাভাইরাস পরিস্থিতির কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মেয়াদ ৬ অগাস্ট পর্যন্ত বাড়িয়েছে সরকার। এই বন্ধের কারণে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা নিয়ে অনিশ্চয়তাও বাড়ল। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে এমন টানা বন্ধের ঘটনা আর ঘটেনি।

সাধারণত এপ্রিল-মে মাসে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলে সেপ্টেম্বর নাগাদ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হয়ে যায়। কিন্তু এবারে পরীক্ষার্থীদের একাডেমিক ক্যালেন্ডার থেকে একটি বছর হারিয়ে যাবে কিনা, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

কখন পরীক্ষা হবে সে বিষয়ে কর্মকর্তারা বিবিসি বাংলাকে বলেছেন, সবকিছু নির্ভর করছে করোনাভাইরাস পরিস্থিতি কী হয় তার ওপরে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন বলেন, ইন্টারমিডিয়েট পরীক্ষার্থীদের বিষয়টি নিয়ে আমাদের চিন্তাটা হলো পরিস্থিতির যখন উন্নতি হবে, স্বাভাবিকের দিকে আসবে, তখন আমর তারিখটা ঘোষণা করবো। তখন পরীক্ষাটা নেবো।

মাহবুব হোসেন বলেন, আমরা সম্ভাব্য সব ঘটনার জন্য বিকল্প পরিকল্পনা করে রেখেছি। পরীক্ষা কোন সময়ে নেবো, পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত হবে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, আপাতত সেপ্টেম্বর মাস নাগাদ এইচএসসি পরীক্ষা অনুষ্ঠানের কথা বিবেচনা করা হচ্ছে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে তখন করোনাভাইরাস পরিস্থিতি কতোটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় তার ওপরে।