৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৮:৩৬
শিরোনাম:

লাদাখ সীমান্তে চীন ও ভারতীয় সেনাদের ভয়াবহ সংঘর্ষ, ভারতের কর্নেলসহ ২০ ও চীনের ৪৩ সেনা নিহত

সোমবার রাতে গালওয়ান উপত্যকায় এই সংঘর্ষ হয়। উভয় পক্ষ পাথর ও রড় নিয়ে একে অপরের উপর আক্রমণ করে। পাঁচ দশকের মধ্যে এটাই দেশ দুইটির মধ্যে সব চেয়ে বড় সংঘর্ষ বলে মনে করা হচ্ছে। এনডিটিভি

মঙ্গলবার সকালে ভারত সরকার বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে একজন কর্নেল রয়েছেন। ভারত এ সংর্ষের জন্য চীনকে দায়ী করেছে। যদিও চীন হতাহত বা সংঘর্ষের বিষয়ে কোনও বিবৃতি দেয়নি। তবে চীন বলছে, ভারতীয় সেনারা সীমান্ত অতিক্রম করে চীনে ঢুকে পড়েছিলো। এএনআই

বার্তা সংস্থা রয়টার্সের সরবরাহ করা ছবিতে দেখা গেছে, সংঘর্ষের পর ভারতের সেনারা বিপুল সামরিক যান নিয়ে গালওয়ান উপত্যকায় অবস্থান নিয়েছে। এ ঘটনা সেখানে ভয়াবহ সংঘর্ষের ইঙ্গিত দেয়।

বেইজিং প্রশাসনের এক মুখপাত্রের বরাত দিয়ে চীনের দ্য গ্লোবাল টাইমসের একজন সিনিয়র সাংবাদিক চীনা সেনা নিহতের বিষয়টি প্রকাশ করেছেন। তবে তিনি গালওয়ান উপত্যকায় ভারতের সঙ্গে সংঘর্ষে পাঁচ চীনা সেনা নিহত এবং ১১ জন আহত হওয়ার কথা জানিয়েছেন। সর্বশেষ ১৯৬২ সালে এই দুই দেশ সীমান্ত যুদ্ধে লিপ্ত হয়।