১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১:১০
শিরোনাম:

১৭তম দেশ হিসেবে লাখ করোনা রোগীর ঘর স্পর্শ করলো বাংলাদেশ

প্রথম রোগী শনাক্তের পর এই অবস্থানে আসতে বাংলাদেশের লেগেছে ১০১ দিন। সবার আগে ১ লাখের কোটা অতিক্রম করেছিলো যুক্তরাষ্ট্র। ওয়ার্ল্ডোমিটার

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শেষ ২৪ ঘণ্টায় বাংলাদেশে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩৮০৩ জন। আর এ পর্যন্ত মোট রোগী ১ লাখ ২ হাজার ২৯২ জন। শেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৮০৩ জন। মোট মৃত্যু ১ হাজার ৩৪৫ জন।

তবে যেসব দেশে লাখের বেশি রোগী তারমধ্যে ২য় সর্বনিম্ন মৃত্যু বাংলাদেশের। সর্বনিম্ন মৃত্যু সৌদি আরবের। দেশটিতে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১ লাখ ৩৪ হাজার ২৩৪ জন। মারা গেছেন ১ হাজার ৯১ জন।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বিশ্বজুড়ে শনাক্ত হযেছেন ৮৪ লাখ ১৯ হাজার ৩৫৯ জন। মারা গেছেন ৪ লাখ ৫১ হাজার ৭০৫ জন।

যেসব দেশে লক্ষাধিক রোগী সেগুলো যথাক্রমে; যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া, ভারত, যুক্তরাজ্য, স্পেন, পেরু, ইতালি, ইরান, জার্মানি, চিলি, তুরস্ক, পাকিস্তান, মেক্সিকো, ফ্রান্স, সৌদি আরব ও বাংলাদেশ।