১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ভোর ৫:০২
শিরোনাম:

দেশে কোভিডে আরো ৩৭ জনের মৃত্যু, শনাক্ত ৩২৪০, সুস্থ ১০৪৮ (ভিডিও)

শনিবার (২০ জুন) দুপুরে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, কোভিড-১৯ এ মোট মারা গেছেন ১৪২৫ জন। মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮ হাজার ৭৭৫। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৩৭৭৯ জনের। আগের কিছু নমুনাসহ পরীক্ষা হয়েছে ১৪৩১ জনের। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫ লাখ ৯৬ হাজার ৫৭৯ জনের। শনাক্তের হার ২৩ দশমিক ০৯ শতাংশ।

তিনি জানান,  গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০৪৮ জন, মোট সুস্থ হয়েছেন ৩৪৯৯৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৪৪ শতাংশ।

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ৬২৮ জনকে। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১৮৭ জন।

বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডা. নাসিমা।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।