৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১৭
শিরোনাম:

অর্ধশতাধিক যাত্রী নিয়ে বুড়িগঙ্গায় লঞ্চডুবি, ৩০ জনের মরদেহ উদ্ধার (ভিডিও)

 নদীতে যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে ২ জন শিশু, ৫ মহিলা ও ২৩ পুরুষ রয়েছেন বলে জানিয়েছে কোস্ট গার্ড।

সোমবার বেলা ১টা পর্যন্ত তল্লাশি চালিয়ে মরদেহগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও কোস্টগার্ড।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ পরিচালক দেবাশিষ বর্ধন বলেন, এখন পর্যন্ত ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় এখনও জানা যায়নি। নিখোঁজদের উদ্ধারে এখনও অভিযান অব্যাহত রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার হায়াৎ ইবনে সিদ্দক বলেন, উদ্ধার অভিযান চলছে।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ফরাশগঞ্জ-শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চটি ডুবে যায়।

জানা যায়, সকাল পৌনে আটটার দিকে মর্নিং বার্ড লঞ্চটি অর্ধশতাধিক যাত্রী নিয়ে মুন্সীগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। পথে ফরাশগঞ্জ এলাকায় ময়ূর-২ নামের লঞ্চের সঙ্গে ধাক্কা লাগলে সেটি ডুবে যায়। কেরানীগঞ্জের একটি ডকইয়ার্ড থেকে মেরামত শেষে ময়ূর-২ নদীতে নামানোর সময় ওই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। ডুবে যাওয়া লঞ্চটি থেকে কয়েকজন যাত্রী সাঁতরে পাড়ে উঠতে পেরেছে। সম্পাদনা: ইকবাল খান

অর্ধশতাধিক যাত্রী নিয়ে বুড়িগঙ্গায় লঞ্চডুবি, ৩০ জনের মরদেহ উদ্ধার (ভিডিও)

অর্ধশতাধিক যাত্রী নিয়ে বুড়িগঙ্গায় লঞ্চডুবি, ৩০ জনের মরদেহ উদ্ধার (ভিডিও)

Posted by Amadernotunbarta.com on Monday, June 29, 2020