১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:২০
শিরোনাম:

৪ মাসে মোবাইলে লেনদেন কমেছে ১৩ হাজার ৭৪ কোটি টাকা

এ তথ্য ডিজিটাল বাংলা নেটের।এ সংস্থা জানায়, বছরের শুরু থেকে প্রতি মাসেই ডাক বিভাগের এমএফএস সেবা নগদ ছাড়া অন্য সব কয়টি অপারেটরেরই লেনদেনের পরিমান কমেছে। বিকাশ-রকেটের ব্যবহার বাড়লেও জানুয়ারি-এপ্রিল মাসে মোট মোবাইলে লেনদেন কমেছে ১৩ হাজার ৭৪ কোটি টাকা। এরপরের চারমাসের হিসাব প্রকাশিত হবে সেপ্টেম্বরে।

গত এপ্রিলে টাকা জমা ও উত্তোলন কমেছে ৩৬ দশমিক ৭০ শতাংশ। ওই মাসে দৈনিক লেনদেনের পরিমাণ ১ হাজার কোটি টাকার নিচে নেমে ৯৬৮ কোটি টাকা হয়েছে। মার্চ মাসে দৈনিক লেনদেন হয়েছিল ১ হাজার ২৮৩ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মোবাইল ব্যাংকিং সেবায় গত জানুয়ারিতে লেনদেনের পরিমাণ ছিল ৪২ হাজার ১০৩ কোটি টাকা। গত ফেব্রুয়ারিতে তা কমে হয় ৪১ হাজার ৩৩৫ কোটি টাকা। মার্চে তা আরও কমে হয় ৩৯ হাজার ৭৮৫ কোটি টাকা। এপ্রিলে এসে ধারাবাহিক কমতির মাধ্যমে এই অংক দাঁড়ায় ২৯ হাজার ২৯ কোটি টাকায়।

তবে এপ্রিলে এজেন্ট বেড়ে হয়েছে ৯ লাখ ৯৫ হাজার ২৬৫ জন। গত মার্চে এজেন্টের সংখ্যা ছিল ৯ লাখ ৯২ হাজার ৬৫৮ জন। এ সেবা নিতে নিবন্ধন করেছেন ৮ কোটি ৫১ লাখ গ্রাহক। এর মধ্যে এপ্রিলে সচল হিসাব বেড়ে হয়েছে ২ কোটি ৮১ লাখ ৭০ হাজার। মার্চে নিবন্ধিত গ্রাহক ছিল ২ কোটি ৬৮ লাখ ৪৫ হাজার।