১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০২
শিরোনাম:

স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চান বাম গণতান্ত্রিক জোটের নেতারা

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়। স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, স্বাস্থ্য বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ ও গ্রেফতার এবং বিনামূল্যে সবার কোভিড পরীক্ষা ও চিকিৎসার দাবিতে এ বিক্ষোভের আয়োজন করা হয়।

জোটের সমন্বয়ক বজলুল রশিদ ফিরোজ বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বেহাল দশা ফুটে উঠেছে। তারা বারবার বলে আসছিল, করোনা মোকাবিলায় তাদের প্রস্তুতি আছে, কিন্তু করোনা যখন সত্যিই এলো, দেখা গেল যে আসলে তাদের কোনো প্রস্তুতিই ছিল না।

সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক বলেন, এই স্বাস্থ্যমন্ত্রীর ছেলের নেতৃত্বে পিপিই দুর্নীতি হয়েছে, মাস্ক দুর্নীতি হয়েছে। মিঠু বাহিনীর সঙ্গে মিলে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। এই স্বাস্থ্যমন্ত্রী শুধু পদত্যাগ করলেই হবে না, সবাইকে গ্রেফতার করতে হবে।

পরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। কিন্তু পুলিশি বাধার মুখে প্রেসক্লাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা।

বজলুল রশিদ ফিরোজের সভাপতিত্বে মানববন্ধনে ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী), সমাজতান্ত্রিক আন্দোলন ও কমিউনিস্ট লীগের নেতারা অংশ নেন।