১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩১
শিরোনাম:

বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে তৃতীয় মেয়াদে নিয়োগ পেলেন ফজলে কবির

বুধবার বিকেলে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২, যা বাংলাদেশ ব্যাংক (অ্যামেন্ডমেন্ট) এ্যাক্ট ২০২০ দ্বারা সংশোধিত-এর অনুচ্ছেদ ১০(৩) এবং ১০(৫)-এর বিধান অনুযায়ী ফজলে কবির-কে তাঁর বয়স ৬৭ বছর পূর্ণ হওয়া পর্যন্ত অর্থাৎ আগামী ০৩ জুলাই ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

কেন্দ্রীয় ব্যাংকের শুরু থেকে গভর্নর পদে বয়সসীমা নির্ধারণ করা ছিলো সর্বাচ্চ ৬৫ বছর। সম্প্রতি দুই বছর বাড়িয়ে সর্বোচ্চ বয়সসীমা ৬৭ বছর নির্ধারণ করে জাতীয় সংসদে এ-সংক্রান্ত আইন পাস করা হয়েছে।

চুক্তি অনুযায়ী গভর্নর পদে ফজলে কবিরের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল এ বছরের ১৯ মার্চ। কিন্তু গত ১৬ ফেব্রুয়ারি তার মেয়াদ ৬৫ বছর বয়স অর্থাৎ ৩ মাস ১৩ দিনের জন্য বাড়িয়ে দেয় সরকার। সেই বর্ধিত মেয়াদ শেষ হয়েছে গত ৩ জুলাই।

আইন অনুযায়ী, সরকার চার বছরের জন্য কাউকে গভর্নর নিয়োগ দিলেও এ মেয়াদ আরেক দফা বাড়াতে পারে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব