৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩৬
শিরোনাম:

জেকেজির প্রধান নির্বাহি আরিফ চৌধুরীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর

বুধবার (১৫ জুলাই) দুপুরে গোয়েন্দা পুলিশেরর ৭ দিনের রিমান্ড চাওয়ার প্রেক্ষিতে আরিফ ও তার সহযোগী সাইদ চৌধুরীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমান।

এর আগে গত ২৪ জুন করোনা সার্টিফিকেট জালিয়াতি মামলায় আরিফুল চৌধুরীকে গ্রেফতার করা হয়।

এদিকে জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান সাবরিনা আরিফ চৌধুরীর ৩ দিনের রিমান্ডের দ্বিতীয় দিন শেষ হল আজ। ১৩ জুলাই একই মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

মানবিকতা-নীতি-নৈতিকতা ভুলে করোনার মতো দুর্যোগকে স্বার্থসিদ্ধির সুযোগ হিসেবে নিয়েছিলো জেকেজি হেলথকেয়ার। এমন অভিযোগে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল হক চৌধুরীর পর রোববার গ্রেপ্তার হন তার স্ত্রী ডা. সাবরিনা চৌধুরী। যিনি জেকেজির চেয়ারম্যানও বটে।

প্রায় ১৬ হাজার করোনা টেস্টের ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে গত ২৩ জুন গ্রেপ্তার হন তার স্বামী আরিফুল হক চৌধুরী। এরপর থেকেই আলাচনায় ছিলেন ডা. সাবরিনা। সরকারের কাছ থেকে বিনামূল্যে নমুনা সংগ্রহের অনুমতি নিয়ে অর্থ নিচ্ছিল জেকেজি। পাশাপাশি নমুনা পরীক্ষা ছাড়াই ভুয়া সনদ দিচ্ছিল। এ অভিযোগে সাবরিনাকে গ্রেপ্তার করে পুলিশ। সূত্র: চ্যানেল ২৪, আরটিভি