১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩২
শিরোনাম:

অবশেষে দক্ষিণ সিটিতে বসছে ১১টি পশুর হাট

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মঙ্গলবার ৬টি অস্থায়ী পশুর হাট বসানোর অনুমোদন দেওয়া হয়েছে। ইতোপূর্বে নতুন ইজারা পাওয়া ছয়টি হাটসহ ডিএসসিসিতে মোট ১১টি হাটের ইজারা দেওয়া হলো। ডিএসসিসিতে হাট ইজারা সম্পর্কিত তৃতীয় পর্যায়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. ইমদাদুল হকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

নতুন অনুমোদন পাওয়া হাটগুলো হলো-খিলগাঁওয়ের মেরাদিয়া বাজার সংলগ্ন খালি জায়গা (ইজারামূল্য এক কোটি ২০ লাখ), যাত্রাবাড়ীর দনিয়া কলেজ মাঠ সংলগ্ন খালি জায়গা (এক কোটি ৮০ লাখ), ধুপখোলা মাঠ সংলগ্ন খালি জায়গা (৫০ লাখ ৬৬ হাজার ৬৬৬ টাকা), ধোলাইখাল ট্রাক-স্ট্যান্ডের পাশে সাদেক হোসেন খোকা মাঠ সংলগ্ন খালি জায়গা (৪৮ লাখ ৫০ হাজার), আমুলিয়া মডেল টাউনের খালি জায়গা (২০ লাখ ২৫ হাজার তিন টাকা) এবং লালবাগে রহমতগঞ্জ খেলার মাঠের আশেপাশের খালি জায়গা (২৫ লাখ ১০ হাজার টাকা)।

আগে ইজারা পাওয়া পাঁচটি হাট হলো- পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন হাট (ইজারা মূল্য ছিল ৭০ লাখ ৫০ হাজার), গোপীবাগের হাট (দুই কোটি ৫২ লাখ টাকা), হাজারীবাগের হাট (এক কোটি ৩৫ লাখ ৫৫ হাজার ৫৫৫ টাকা), খিলগাঁও হাট (৮৫ লাখ ৫০ হাজার), এবং আফতাব নগরের হাট (এক কোটি ১০ লাখ ৩০ হাজার)।

দক্ষিণ সিটির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, অনলাইন হাট বিষয়ে অনেক প্রতিষ্ঠানই আমাদের সঙ্গে আলোচনা করছে। সব কিছু বিবেচনা করে আমরাও পরে এমন সিদ্ধান্ত নিতে পারি। তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এরই মধ্যে অনলাইনে গরু বেচাকেনা শুরু হয়েছে। কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তা মনিটরিং করা হবে। সম্পাদনা : খালিদ আহমেদ