৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ভোর ৫:১০
শিরোনাম:

দঃ কোরয়িায় বাংলাদশেী বৌদ্ধ সম্প্রদায়রে মানব বন্ধন ও সমাবশে অনুষ্ঠতি 

অসীম বিকাশ বড়ুয়া (সিউল) দঃ কোরিয়া :  গত ১৯শে জুলাই রবিবার দঃ কোরিয়ার রাজধানী সিউল এর ঐতিহাসিক জোগেসা বৌদ্ধ বিহারে বাংলাদেশ বৌদ্ধ কমিউনিটির নেতৃবৃন্দ একত্রিত হয়ে এক মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করে।

সম্প্রতি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার ফলাহারিয়া গ্রামে জ্ঞানশরণ মহা অরণ্য বৌদ্ধ বিহারে সন্ত্রাসী হামলা, জমি দখল,বিহার ভাংচুর ও বিহার অধ্যক্ষকে প্রাণ নাশের হুমকি, ফেইক ফেইসবুক আইডির কারণে মিথ্যা মামলা করা,বিহারের বৈধ বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা এবং নিরীহ জনগণকে ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদ জানিয়ে মানব বন্ধন ও সমাবেশ করেছেন দঃ কোরিয়া প্রবাসী বাংলাদেশি বৌদ্ধ সম্প্রদায়।

বিধান বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে জোগে অর্ডার অব কোরিয়ান বুড্ডিজমের প্রেসিডেন্ট ভেন মানাম সুনিম(কোরিয়ান বৌদ্ধ সন্ন্যাসী) বলেন,মানুষের সকল মলিনতা দূর করে সত্য সুন্দরের পথে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায় সকল ধর্ম ।তিনি উক্ত ঘটনায় সরকার সহ যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করে আরও বলেন পৃথিবীতে এক ধর্মের সাথে অন্য ধর্মের কোন রেষারেষি নেই।কিন্তু কিছু মানুষ নিজ নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য ধর্মীয় ভেদাভেদ সৃষ্টি করে যা কোন দেশ তথা জাতির জন্য শুভ ও কল্যাণকর হতে পারে না ।
ভদন্ত সংঘানন্দ ভিক্ষুর সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন রানা বড়ুয়া, আকায়মং মারমা,অসীম বিকাশ বড়ুয়া , বিপুল বড়ুয়া, বিকাশ বড়ুয়া।এছাড়া ও উপস্থিত ছিলেন পলাশ বড়ুয়া, বাবু বড়ুয়া, অসীম কুমার দে,সুপংকর বড়ুয়া, রোনাল বড়ুয়া, অজিত বড়ুয়া, বিশ্বজিত বড়ুয়া, উদয় বড়ুয়া,প্রমেল বড়ুয়া, রাহুল,অনু,মার্টিন, উত্তম,উজ্জ্বল, তমাল,সোহেল,রিপন,নীল বড়ুয়া ,অংচাপ্রূ মারমা সহ আর ও অনেক নেতৃবৃন্দ ।

বক্তারা বলেন, গত ৮ ই জুলাই চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার পদুয়া ফলাহারিয়া জ্ঞানশরণ বৌদ্ধ বিহার দখল করার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিত ভাবে বিহারাধ্যক্ষ ধূতাঙ্গ সাধক ভদন্ত শরণংকর থেরোকে বিভিন্ন ভাবে হয়রানি করেছে স্থানীয় দুষ্কৃতী কারীরা ।ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে অধ্যক্ষ শরণংকর থেরোর নিরাপত্তা এবং রুমন হিমু নামক ফেইক ফেইসবুক আইডির প্রকৃত মালিক অনুসন্ধান করে তার বিচারের দাবী জানিয়ে রামুর ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে তার জোর দাবী জানানো হয় ।
এদিকে উক্ত ঘটনায় প্রতিবাদ জানিয়ে আজ ২০ ই জুলাই সোমবার কোরিয়া প্রবাসী বাংলাদেশি বৌদ্ধ নেতৃবৃন্দ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম কে স্মারকলিপি প্রদান করতে দূতাবাসে গমন করেন ।।এ সময় রাষ্ট্রদূতের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন দূতালয় প্রধান ও দ্বিতীয় সচিব সামুয়েল মুমু।