১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪৭
শিরোনাম:

হঠাৎ রাজধানীর হাটগুলোতে কোরবানির পশু সংকট! ক্রেতারা বিপাকে

রাজধানীর বিভিন্নস্থানে বসা কোরবানীর পশুর হাটগুলো হঠাৎ করেই গরুশুন্য হয়ে গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে হঠাৎ করে হাটগুলোতে ক্রেতাদের সমাগম বেশি হয়। কয়েক ঘণ্টার ব্যবধানেই হাটগুলো হয়ে যায় গরুশূন্য।

সাইফুল মগবাজার এলাকার বাসিন্দা, তিনি জানান, কোরবানীর জন্য গরু কিনতে শাহজাহানপুরের হাটে গিয়েছিলেন। কিন্তু সেখানে ছোট বা তার সাধ্যের মধ্যে কেনার জন্য গরু নেই। এরপর তিনি সেখান থেকে সাভারের হেমায়েতপুরে যান। সেখানে গিয়েও গরু পাননি।

তিনি আরও বলেন, হাটে যেসব গরু আছে, সেগুলোর দাম অনেক বেশি হাঁকাচ্ছেন ব্যাপারীরা।

এমন অবস্থা রাজধানীর অনেক ক্রেতাদের। শুক্রবার ভোর থেকে বিভিন্ন হাট ঘুরেও সাধ্যের মধ্যে গরু কিনতে পারছেন না তারা।

হাজারীবাগ পশুর হাটে আজিমপুরের বাসিন্দা ব্যবসায়ী শাহজাহান মিয়া শুক্রবার ফজরের নামাজ শেষ করেই গরু কিনতে যান। দেখেন, হাটে শত শত মানুষ থাকলেও গরু আছে হাতে গোনা কয়েকটি। সেখান থেকে একটা গরু পছন্দ করলেও সেটার দাম দুই লাখ টাকা চাইছেন ব্যাপারী। অথচ দুদিন আগে বন্ধুর সঙ্গে গিয়ে একই ধরনের একটি গরু মাত্র ৯০ হাজার টাকা দাম চাইতে দেখেন ব্যাপারীকে। ওই সময় কেনেননি। এরপর বাধ্য হয়ে শাহজাহান মিয়া ছুটে যান গাবতলী পশুর হাটে।

শাহজাহানপুর হাটে গিয়ে দেখা যায়, কিছু সংখ্যক বড় গরু নিয়ে দাঁডিয়ে আছেন ব্যাপারীরা। এক একটি গরুর পাশে ৮ থেকে ১০ জন করে ক্রেতা ঘিরে দাঁড়িয়ে। একজন দরদাম করে চিন্তা-ভাবনার জন্য একটু পাশে যেতেই গরু বিক্রি হয়ে যাচ্ছে।