১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১০:০৭
শিরোনাম:

রাশিয়ার পর কোভিড ভ্যাকসিন অনুমোদন করলো চীন

ভ্যাকসিন তৈরি করে পেটেন্ট অনুমোদন পেয়েছে চীনা কোম্পানি ক্যানসিনো বায়োলজিকস। ভ্যাকসিনটির নাম এডি৫-এনকোভ। দেশটির ইন্টালেকচুয়াল প্রপার্টি নিয়ন্ত্রক পেটেন্টের ব্যাপারটি নিশ্চিতও করেছেন। ১৮ মার্চ পেটেন্টের জন্য আবেদন করা হয়। ১১ আগস্ট এটি অনুমোদন পায়। লাইভমিন্ট

১১ আগস্ট রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেন, তার দেশ বিশ্বের প্রথম কোভিড ভ্যাকসিন বানিয়েছে। একই দিনে চীনা ভ্যাকসিনটি অনুমোদন পায়, কিন্তু তা প্রকাশ করা হয়নি।

সাধারণ সর্দির ভাইরাসে কিছু পরিবর্তন সাধন করে এই ভ্যাকসিনটি বানিয়েছে ক্যানসিনো। এজন্য অবশ্য করোনাভাইরাস থেকে জেনেটিক ম্যাটেরিয়াল নেয়া হয়েছে। একই পদ্ধতিতে তৈরি হচ্ছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাক্সিন। পিপলস ডেইলি

দুটি ভ্যাকসিনই অ্যান্টিবডি তৈরি করে এবং টি সেল রোলপ্রতিরোধ ক্ষমতা বিনির্মান করে। এই রোগ প্রতিরোধ ব্যবস্থা ভাইরাসের মতো অচেনা বস্তুকে দেখা মাত্রই আক্রমণ করে।

চীনা গণমাধ্যমগুলো বলছে, সামরিক বাহিনী ইতোমধ্যেই এই ভ্যাকসিন ব্যবহার শুরু করেছে। তবে এর বড় পরিসরে কোনও ট্রায়াল হয়নি। সেনাবাহিনীর মতের উপরেই এই ভ্যাকসিন অনুমোদন পেলো।

চীনে ৬টি প্রতিষ্ঠান করোনাভাইরাসের ভ্যাকসিন বানাচ্ছে। এরমধ্যে ক্যানসিনো বাদে আরও দুটি ভ্যাকসিন ক্লিনিকাল ট্রায়ালে রয়েছে। মার্চে প্রথম চীনা ভ্যাকসিন হিসেবে ট্রায়ালে গিয়েছিলো অনুমোদন পাওয়া ভ্যাকসিনটিই। সম্পাদনা: ইকবাল খান