৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৭:১৮
শিরোনাম:

আবুধাবি ফেরত যাত্রীদের শাহজালাল বিমানবন্দরের ফ্লোরে বসে বিক্ষোভ

সোমবার সকালে বিমানের ফ্লাইটে ৬৮ জন বাংলাদেশে আসেন। বিমানের একটি ফ্লাইটে রোববার আবুধাবি যান তারা। সেদেশের বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠায়।

জানা গেছে, এই প্রবাসীরা যেসব এজেন্সির মাধ্যমে গিয়েছিলো, সেই সব এজেন্সি/কোম্পানি/স্পন্সরের অনুমোদন বাতিল করেছে আবুধাবি। তাই তাদের ঢুকতে দেওয়া হয়নি।

যাত্রীরা অভিযোগ করেছেন, আবুধাবি ইমিগ্রেশনকে অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন এপিআই জানানো হয়নি।

শাহজালাল বিমানবন্দর স্বাস্থ্য কেন্দ্রের সহযোগী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, এমন কোনো ঘটনা স্বাস্থ্য পরীক্ষার বুথের সামনে ঘটেনি। তবে মাঝে মধ্যেই ফ্লোরে বসেন প্রবাসীরা। কারণ স্বাস্থ্য পরীক্ষায় অনেকটাই সময় লেগে যায়। অনেকটা পথ যাত্রা করে আসেন তারা।

তিনি আরও বলেন, আবুধাবি ফেরত সব যাত্রীকেই কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ইতালি ফেরতদের যেভাবে রাখা হয়েছিলো। তাদেরকেও কোয়ারেন্টাইনে রাখা হবে।

জানা গেছে, আবুধাবি ফেরত অনেকেই কান্নাকাটি করেছেন বিমানবন্দরের ভেতরে। সম্পাদনা: রায়হান রাজীব, বাশার নূরু