৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪৮
শিরোনাম:

আবুধাবী ফেরত কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে পাঠানো হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, প্রবাসী কর্মীরা দেশের সম্পদ। তারা যাতে সহনশীল পর্যায়ের বিমান ভাড়ায় নির্বিঘ্নে গন্তব্য দেশে ফিরতে পারে সেদিকে সংশ্লিষ্ট সকলকে লক্ষ্য রাখতে হবে।

গন্তব্য দেশের চাহিদা অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে প্রয়োজনীয় ডকুমেন্টসহ বিদেশে গমনের ব্যবস্থা করতে হবে।

প্রবাসী কর্মীদের বিদেশ যাত্রা নির্বিঘœ করার জন্য প্রয়োজনীয় ক্ষেত্রে ক‚টনৈতিক তৎপরতা অব্যহত থাকবে।

সোমবার আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, আবুধাবী ফেরত কর্মীদের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রকৃত কারণ অনুসন্ধানপূর্বক একটি প্রতিবেদন প্রেরণ করবে।

প্রতিবেদনের আলোকে উপযুক্ত ফ্লাইটে অথবা সরকারি ব্যবস্থাপনায় গন্তব্য দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।

যে সব যাত্রীর টিকেট বুকিং দেওয়া আছে, পরবর্তী ফ্লাইটে অগ্রাধিকার ভিত্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের অনুক‚লে টিকেট প্রদান করবে এবং এ ক্ষেত্রে টিকেটের জন্য যাত্রীদের অতিরিক্ত কোন মূল্য পরিশোধ করতে হবে না।

বিদেশ যেতে ও ফিরতে ইচ্ছুকদের সুবিধার্থে ফ্লাইট সংখ্যা বাড়ানো হচ্ছে।

বাংলাদেশ বিমানসহ অন্যান্য এয়ারলাইন্সের টিকেটের ন্যায্য মূল্য নির্ধারণের বিষয়ে বেবিচক প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।

আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অংশনেন, পররাষ্ট্র মন্ত্রী-প্রতিমন্ত্রী-সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী-চেয়ারম্যান-সিনিয়র সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক। সম্পাদনা : রায়হান রাজীব