২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১২:০১
শিরোনাম:

‘টাকা না দেওয়ায় গ্যাস লাইন সংস্কার করেনি তিতাস’

টাকা না দেওয়ায় নারায়ণগঞ্জের তিতাস কর্মকর্তারা জেলার সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুল সালাত মসজিদের গ্যাস পাইপে লিকেজ সংস্কার করেননি বলে অভিযোগ করেছেন মসজিদ কমিটির সভাপতি আবদুল গফুর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে তিতাস গ্যাসের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শনে এলে তাদের সামনেই এ অভিযোগ করেন তিনি।

অভিযোগ আবদুল গফুর বলেন, লিকেজের বিষয়ে তিতাস কর্তৃপক্ষকে অভিযোগ করা হয়েছিল। কিন্তু ৫০ হাজার টাকা না দেওয়ায় তারা এ সমস্যা সংস্কার করেননি। তবে মসজিদ কমিটি এ বিষয়ে লিখিত অভিযোগ করেনি। মৌখিকভাবে নারায়ণগঞ্জের তিতাস গ্যাস অফিসের কর্মকর্তাদের জানানো হয়।

তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আল মামুন ঘটনাস্থলে তদন্ত করতে এসে বলেন, তদন্ত কমিটি সার্বিক বিষয় নিয়ে কাজ করছেন। যদি তিতাস কর্তৃপক্ষের ৫০ হাজার টাকা অভিযোগের বিষয়ে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে মসজিদে বিস্ফোরণ হয়। মসজিদের নিচে গ্যাসের লাইনে অসংখ্য লিকেজ থেকে গ্যাস বের হয়ে এ বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিকভাবে জানিয়েছিলেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। বিস্ফোরণের ঘটনায় শনিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে।

এদিকে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।