১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১০:৫২
শিরোনাম:

নাটোর উপ- আঞ্চলিক কেন্দ্রের ফুল বাগান তৈরী 

ফারিহা বিনতে শফিক, ডক্টর এম শফিকুল আলম, মাননীয় রেজিস্ট্রার স্যার এর মেয়ে। আমাদের মামনি ফারিহা’র অংকিত চমৎকার শৈল্পিক অবয়বে নজরকাড়া সৌন্দর্য মন্ডিত একটি ফুলেল স্কেচ ‘ রংতুলি’র গল্প ” পোষ্ট শেয়ার করেছে। সেখানে লেডি বার্ড জনসন এর একটি উদ্ধৃতি কোড করেছে তা হলো “Where flowers bloom, so does hope “
-Lady Bird Johnson “যেখানে ফুল ফোঁটে, সেখানে আশাও থাকে ”
ফারিহা’র পোষ্টে সত্যি খুবই স্পষ্ট বক্তব্য ধনাত্মক ইশারায় বিদিত মানষিকতা ফুঁটে উঠেছে। যেখানে আশা এবং জীবন্ত সত্তার অভিব্যক্তি পরিদৃষ্ট। ধন্যবাদ মা মনি এমন ফুলের সমাহার দিয়ে চমৎকার একটি দৃষ্টান্ত উপস্থাপন করেছো। তোমার অংকিত চিত্তাকর্ষক সৌন্দর্যে সজ্জিত ফুলের স্কেচ এর আদলে বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় নাটোরে উপ- আঞ্চলিক কেন্দ্রে ফুল বাগান তৈরীর উদ্দ্যোগ আমরা গ্রহন করেছি। আমরা বিশ্বাস করি আমাদের বাগানের প্রতিটি প্রস্ফুটিত ফুলের ন্যায় বাউবি নাটোর উপ- আঞ্চলিক কেন্দ্র’ চলনবিলের বক্ষে গড়ে ওঠা মায়াবী বনলতা সেনের মানচিত্র কোলে ভূমিষ্ঠ প্রতিটি ঝরে পড়া, শিক্ষা সুবিধা বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে নিশ্চয়ই শিক্ষার প্রদীপ্ত শিখা বিচ্ছুরিত করবে ইনশাআল্লাহ।
সম্পাদনা: শাহ মালেক