১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ২:০০
শিরোনাম:

মসজিদে বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা করে দেওয়ার নির্দেশ হাইকোর্টের

এ সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ এ আদেশ দেন।

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানিকে আগামী ৭ দিনের মধ্যে এ টাকা পরিশোধ করতে বলা হয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ নারায়ণগঞ্জ জেলা প্রসাকের কাছে এই টাকা দিবেন। জেলা প্রশাসক এসব টাকা বিতরণ করবেন।

এছাড়া ক্ষতিগ্রস্ত ৩৭ পরিবারকে কেন ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। সংশ্লিষ্টদেরকে রুলের জবাব দিতে বলা হয়েছে।।

এর আগে ক্ষতিগ্রস্তদের জন্য ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে নির্দেশনা চেয়ে রিট করেন আইনজীবী মার ই য়াম খন্দকার। বুধবার আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

বুধবার শুনানির সময় আদালত বলেন বিস্ফোরণের ঘটনায় রাজউক, ডিপিডিসি, তিতাস, মসজিদ কমিটির দায় রয়েছে। কেউ এ দায় এড়াতে পারেনা।