১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ২:৩২
শিরোনাম:

আমি ঘুম থেকে উঠে জায়নামাজ খুঁজি বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি ঘুম থেকে উঠে জায়নামাজ খু্ঁজি। নামাজ পড়ি। নিজের হাতে চা বা কফি বানিয়ে খাই।

তিনি বলেন, নিজের হাতে বিছানা গুছিয়ে রাখি।নিজের কাজ নিজে। যদি আমার ছোট বোন শেখ রেহানার থাকে তা হলে যে আগে উঠে সে চা বা কফি বানায়। এখন পুতুল আছে আগে যে উঠে সেই করে।

প্রধানমন্ত্রী আরও বলেন, এখন সকাল উঠে হাঁটি। সময় পেলে ছিপ নিয়ে মাছও ধরি। সব সময় চেষ্টা করি নিজের কাজ নিজে করতে।

আজ বুধবার জাতীয় সংসদ প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের এক সম্পূরক এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

[৬] ফখরুল ইমাম সম্পূরক প্রশ্নে জানতে চান প্রধানমন্ত্রী ঘুম থেকে উঠে কি খোঁজেন।

জাতীয় সংসদের মূলতবি অধিবেশন আজ বুধবার ৯ সেপ্টেম্বর বেলা ১১টায় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকার ও বিরোধী দলীয় সদস্যরা উপস্থিত আছেন। আজ হচ্ছে চলতি অধিবেশনের চতুর্থ কার্যদিবস।

শুরুতে প্রধানমন্ত্রী ৩০ মিনিটের প্রশ্নোত্তর পর্ব চলছে। তারকা চিহ্নিত ১নং প্রশ্নের উত্তর দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর থেকে চলতি সংসদের নবম অধিবেশন শুরু হয়। করোনা পরিস্থিতির কারণে অধিবেশনে কঠোর স্বাস্থ্য সতর্কতা অনুসরণ করা হয়েছে। শতভাগ স্বাস্থ্যবিধি অনুসরণ করে স্বল্প সংখ্যক সংসদ সদস্য অধিবেশনে অংশ নিচ্ছেন।