১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১:৪৬
শিরোনাম:

বাসযোগ্য শহর গড়তে অর্থ নয়, প্রয়োজন স্বদিচ্ছা: পরিকল্পনা মন্ত্রী

এম এ মান্নান আরও বলেন, স্বাস্থ্য ও পরিবেশকে প্রাধান্য দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে শহরগুলো আধুনিকায়নে কাজ করে যাচ্ছে সরকার।

পরিকল্পনা মন্ত্রী বলেন, উন্নত দেশগুলোতে অনেকেই অর্থসম্পদের মালিক হলেও গাড়ি কেনার প্রতি আগ্রহী হন না। আমাদেরও অপ্রয়োজনীয় ব্যক্তিগত গাড়ির ব্যবহার পরিহার করে হাঁটা এবং সাইকেলবান্ধব যাতায়াত ব্যবস্থা গড়ে তোলার প্রতি মনোযোগী হতে হবে।

সম্মেলনে উপস্থিত ছিলেন, ডাব্লিউবিবি ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর সম্পাদক স্থপতি ইকবাল হাবিব ও পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান।

ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্ট এর উদ্যোগে এই সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের প্রথম দিনে একটি বিশেষ অধিবেশনসহ মোট ৬টি সমান্তরাল অধিবেশনে ১৬ টি প্রবন্ধ উপস্থাপন করা হয়।

বুধবার থেকে শুরু হওয়া দু’দিনব্যাপী ইকোসিটি স্যাটেলাইট সম্মেলন ঢাকা-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।