১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ২:০০
শিরোনাম:

টাকা দিলেই জোড়া লাগে তিতাসের বিচ্ছিন্ন সংযোগ

ব্যাপক সমালোচনার মুখে অবশেষে কাজ দেখানো শুরু করেছে তিতাস। অবৈধ সংযোগ বিচ্ছিন্নে মাঠে নেমেছে তারা। কিন্তু স্থানীয়রা অভিযান চলাকালে কর্মকর্তাদের সামনেই বলেছেন, টাকা দিলেই জুড়ে যায় কাটা পড়া সংযোগ। একজন দু’জন নয় খিলগাঁওয়ের শেষপ্রান্তে অবস্থিত শেখেরবাজার এলাকার কয়েক হাজার মানুষ ব্যবহার করতেন অবৈধ সংযোগ। মূল সংযোগ থেকে খালের নিচ দিয়ে লাইন নিয়েছেন তারা।

গত মার্চে একই এলাকায় একই লাইন উচ্ছেদ হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সেখানে আবারও চলেছে অভিযান।

সংযোগ বিচ্ছিন্নের সময় স্থানীয়রা বলছিলেন, টাকা দিলেই জোড়া লাগে বিচ্ছিন্ন সংযোগ। অভিযানের ৭ দিনের মাথায় আবারো জুড়ে গেছে লাইন।

অভিযানের এক পর্যায়ে কর্মকর্তারা স্থানীয়দের জেরার মুখে পড়েন। তবে এসব বিষয়ে কোনো কথা বলতেই রাজি হয়নি কর্তৃপক্ষ।

করোনার কারণে গত মার্চ থেকে অভিযান হয়নি। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের পর সমালোচনার মুখে আবারো শুরু হলো অবৈধ সংযোগ উচ্ছেদের কাজ।