১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৩
শিরোনাম:

দেশে প্রায় সাড়ে ৫ লাখ মেট্রিক টন পেঁয়াজ মজুত আছে : বাণিজ্যমন্ত্রী

রপ্তানি বন্ধ করার পর বিকল্প পথে এলসির মাধ্যমে মিয়ানমার, মিশর ও তুরস্ক থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া ২০২১ সালের মার্চ পর্যন্ত পেঁয়াজ আমদানির উপর ৫ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহারে আহবান জানিয়ে এনবিআরকে চিঠি দেয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পেঁয়াজের মজুত, সরবারাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এসব কথা বলেন।

তিনি বলেন, ভোক্তারা ১০ দিন পেঁয়াজ না কিনলে কম দামে পেঁয়াজ খাওয়ানো যাবে। সংকটেরও সমাধান হবে। অসাধু ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়ে  ফয়দা লোটার চেষ্টা করছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের এক মাস কষ্ট সহ্য করতে হবে। বর্ডারে আটকে থাকা পেঁযাজ দু’একদিনের মধ্যে প্রবেশ করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। অসাধু ব্যবসায়ীদের জন্য জেল-জরিমানা বাড়িয়ে দেওয়া হয়েছে। মিয়ানমার থেকে ১২/১৩শ টন পেঁয়াজ লোড হয়েছে, যা কিছুদিনের মধ্যে আসবে। একমাস আমাদের সাশ্রয়ী হতে হবে। এক মাসের মধ্যে সাপ্লাই চেইন ফুল করে দেবো।