১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১২:৪৯
শিরোনাম:

অংশীদার না করায় এন্টিবডি টেস্ট করতে দেয়া হয়নি : ডা. জাফরুল্লাহ

মঙ্গলবার (২২ সেপ্টম্বর) গনস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে কোভিড ১৯ মোকাবেলায় সম্মুখ সারির যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করে ১ মিনিট অবিরাম করতালি কর্মসূচী পালন শেষে সাংবাদিকদের একথা বলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। ডিবিসি ও যমুনা টিভি

তিনি বলেন, বিদেশ থেকে এনে ব্যবসা করার জন্যই এতোদিন পর এন্টিজেন টেস্টের পরিকল্পনা করা হচ্ছে।

তিনি বলেন, যাদেরকে দিয়ে সরকার ব্যবসা করতে পারবে তাদেরকেই এন্টিজেন পরীক্ষার অনুমতি দেয়া হয়েছে। নিজেদের স্বার্থে ব্যবসা করার জন্য এন্টিজেন টেস্টের উদ্যোগ নিয়েছে সরকার।