১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১২:৩৮
শিরোনাম:

সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে সৌদি প্রবাসীদের বিক্ষোভ

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোর থেকে সোনারগাঁও হোটেলে সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে জমা হতে থাকে প্রবাসীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভীড়। সকাল ৯ টার পর থেকে কারওয়ান বাজার মোর অবরোধ করে প্রবাসীরা। এতে কারওয়ান বাজার দিয়ে সব দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। এখনও পুরাপুরি চালু হয়নি।

তারা জানায়, আগামী ৩০ তারিখের মধ্যে সৌদিতে পৌছাতে না পারলে চাকরি থাকবে না। পরিবার নিয়ে বড় ধরনের অনিশ্চয়তায় রয়েছেন প্রবাসীরা। এই অবস্থায় যেভাবেই হোক সৌদিতে ফিরে যাবার দাবি জানান তারা।

সৌদি এয়ারলাইন্স তাদের প্রধান গেটের সামনে একটি কাগজে নোটিশ লিখে জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সৌদি এয়ারলাইন্সের সকল প্রকার কার্যক্রম স্থগিত করা হলো। এই নোটিশ দেখার পর সৌদি প্রবাসীরা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ বিমানকে রেগুলার ফ্লাইট চালাতে না দিলে সৌদি এয়ারলাইন্সকে দেওয়া রেগুলার ফ্লাইট চালানোর অনুমতি বাতিল করা হবে। তাদের কাছে দুটি বিষয় জানতে চাওয়া হয়েছে। উত্তর পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১ অক্টোবর থেকে সৌদিতে বানিজ্যিক ফ্লাইটের অনুমতি পেয়েছে। সংস্থাটির প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন বলেন, আসন বরাদ্দ আরম্ভ করার আগে ল্যান্ডিং পারমিশন আবশ্যক। কিন্তু ল্যান্ডিং পারমিশন পাওয়া যায় নি। আমরা ল্যান্ডিং পারমিশন পেলে আসন বরাদ্দ দেয়া শুরু করবো।