১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৪:১৫
শিরোনাম:

সৌদি এয়ারলাইন্সের বুকিং কার্যালয়ে আজও সৌদি প্রবাসীদের বিক্ষোভ

রাজধানীর কাওরান বাজার সংলগ্ন সৌদি এয়ারলাইন্সের বুকিং কার্যালয়ে বুধবার সকাল থেকে শতাধিক সৌদি প্রবাসী ভিড় করেন। কোভিড মহামারিকালীন ছুটি শেষে কর্মস্থলে ফিরতে টিকিট সংগ্রহ করতে আসলেও বিমান বা সৌদি এয়ারলাইন্সের টিকিট না পেয়ে প্লেনের কৃত্রিম সংকটের অভিযোগ জানান তারা। এসময় রাজধানীর কাওরান বাজার-বাংলামোটর সড়ক অবরোধ করলে কিছু সময় পর পুলিশের হস্তক্ষেপে তারা সড়কটি ছেড়ে দেন।

সাউদিয়া’র এক কর্মকর্তা বলেন, যদি ২০ হাজার লোকের ভিসার মেয়াদ ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ হয়, তাহলে এসময়ের মধ্যে তাদের সৌদি নিতে প্রয়োজন হবে ৭৬টি ফ্লাইটের। কিন্তু সৌদি আরব ও বাংলাদেশ অনুমতি না দিলে এয়ারলাইন্সের পক্ষে ফ্লাইট বাড়ানো সম্ভব না। বর্তমানে এয়ারলাইন্সটি সপ্তাহে মাত্র ২টি ফ্লাইট পরিচালনা করছে। তাই প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানো জরুরি।

৩০ সেপ্টেম্বরের মধ্যে অনেকের ভিসার মেয়াদ শেষ হলেও এসময়ে সাউদিয়া এয়ারলাইন্সের ফ্লাইট রয়েছে মাত্র চারটি। স্বাস্থ্যবিধি মেনে প্রতি ফ্লাইটে যেতে পারবেন ২৬০ জন যাত্রী। এ মাসের মধ্যে যেতে পারবেন ১০৩২ জন। অপরদিকে বিমান ১ অক্টোবরের আগে ফ্লাইট শুরু করার অনুমতি পায়নি।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন বলেন, বর্তমানে যেসব যাত্রীর কাছে সৌদি আরব যাওয়ার রিটার্ন টিকিট আছে, কেবল তাদের টিকিট রিইস্যু করা হবে। আপাতত নতুন টিকিট বিক্রি করা হবে না।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুদ মাহমুদ খন্দকার বলেছেন, ‘সৌদি সরকারের নিয়ে আলোচনা হচ্ছে। ভিসার মেয়াদ তিন মাস বাড়াতে অনুরোধ করা হয়েছে। আমরা আশাবাদী।’

বেবিচক (বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ) চেয়ারম্যান মফিদুর রহমান বলেন, বাংলাদেশিদের সৌদি ফিরতে সাউদিয়া যতটি ফ্লাইট চাইবে, আমরা অনুমোদন দেবো। এর আগে, বাংলাদেশি এয়ারলাইন্সগুলো সেদেশে যাওয়ার শর্তে আমরা অনুমোদন দিয়েছি। প্রবাসীরা যেন সাউদিয়া ও বিমানে চলাচল করতে পারে সে বিষয়ে কথা বলেছি।