৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৭:২২
শিরোনাম:

কুবি শিক্ষার্থীরা পেল নতুন তিনটি বাস

কৌশিক আহমেদ, কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিবহন পুলে নতুন তিনটি বাস যুক্ত হয়েছে। ৩৬ লাখ টাকা করে মোট ১ কোটি ৮ লাখ টাকায় কেনা নতুন এ বাসগুলো শিক্ষার্থীদের ব্যবহারের জন্যই বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. আবু তাহের।
গতকাল দুপুরে গাজীপুরের কারখানা থেকে বাসগুলো বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে আসে। প্রতিটি বাসে ৫২ টি করে সিট রয়েছে।
এই তিনটি বাস নেওয়ায় শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসের সংখ্যা দাঁড়াবে ৭টি। এছাড়াও বিআরটিসি থেকে ১১টি বাস ভাড়ায় বহন করে।
রেজিস্ট্রার ড. মো. আবু তাহের জানান, ২০১৮ খ্রিষ্টাব্দে পাসকৃত ১ হাজার ৬৫৫ কোটি টাকার মেগা প্রকল্প থেকে মোট পাঁচটি বাস বরাদ্দ হয়। সেখান থেকে এই তিনটি বাস নেয়া হয়। অর্থ বরাদ্দ পেলে বাকি দুটি বাসও নেয়া হবে বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার আরও জানান, ’আমরা তিনটি বাস নিয়ে এসেছি। আগামী ছয় মাসের মধ্যে আরও দুটি বাস সংযুক্ত করতে পারব বলে আশা করছি। আরো বাসের ড্রাইভারের যে সংকট রয়েছে সেটিও খুব দ্রুত সমাধান করতে পারবো।’