১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩১
শিরোনাম:

জরুরি সেবা নম্বর ৯৯৯ হাতিয়া উপক‚লে মেঘনা নদী থেকে ১০০ জন যাত্রীকে উদ্ধার করেছে পুলিশ

পুলিশ পরিচালিত জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ বিকল ট্রলারের যাত্রীর ফোন পেয়ে হাতিয়া উপক‚লে মেঘনা নদী থেকে ১০০ জন যাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। ৯৯৯ কর্তৃপক্ষ জানায়, শনিবার দুপুর ১২টায় নোয়াখালীর হাতিয়া উপক‚লের মেঘনা নদী থেকে ভীত সন্ত্রস্ত ও উদ্বিগ্ন কন্ঠে আবদুর রহমান নামের একজন ফোন করে জানান, তারা একটি ইঞ্জিনচালিত ট্রলারে করে নারী ও শিশুসহ প্রায় ১০০ জন যাত্রী হাতিয়া থেকে চেয়ারম্যানঘাট যাচ্ছিলেন। পথে চেয়ারম্যান ঘাট থেকে প্রায় আধা ঘণ্টার দূরত্বে মাঝ নদীতে ট্রলারটি বিকল হয়ে যায়। কলার আরও জানান, নদীতে তখন প্রচন্ড ¯্রােত ছিল ও তীব্র বাতাস বইছিল। তাদের বিকল ট্রলারটি নদীর উত্তাল ঢেউয়ে দিক্বিদিক ভাসছিল। তিনি ৯৯৯ এর কাছে তাদের উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানান। ৯৯৯ তাৎক্ষণিক কলারের সঙ্গে নোয়াখালী জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের সাথে কথা বলিয়ে দেয়। সেইসঙ্গে নৌ পুলিশ নিয়ন্ত্রণ কক্ষেও ঘটনাটি জানিয়ে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানানো হয়। সংবাদ পেয়ে নোয়াখালীর হাতিয়া থানা পুলিশের দল একটি উদ্ধারকারী ট্রলার নিয়ে ঘটনাস্থলে যায়। পরে ওইদিন দুপুর একটায় হাতিয়া থানার ওসি আবুল খায়ের ৯৯৯ কে ফোনে জানান, তারা ঘটনাস্থল থেকে বিকল ট্রলারটি থেকে নারী-শিশুসহ প্রায় ১০০ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছেন। বিকল ট্রলারটি উদ্ধারকারী ট্রলারের সঙ্গে বেঁধে তীরে নেয়া হয়েছে।