১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১১:৪৭
শিরোনাম:

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশির স্ত্রীকে গুলি করে হত্যার পর স্বামী নিজেও আত্মহত্যা

পারিবারিক ভিসায় দুই ছেলেসহ যুক্তরাষ্ট্রে ২০০৮ সালে অ্যারিজোনায় থাকতে শুরু করেন মাগুরার আবুল আহসান হাবিব (৫২) ও তার স্ত্রী সৈয়দা সোহেলী আকতার চায়না (৪৩)।

ফিনিক্স পুলিশের মুখপাত্র সার্জেন্ট টমি থমসন বলেছেন, পুলিশ অপারেটর যখন টেলিফোনে চায়নার সঙ্গে কথা বলছিলেন তখনই দুটি গুলির শব্দ পান। পুলিশ দ্রুত সেখানে গিয়েও মৃত্যু ঠেকাতে পারেনি।

ফিনিক্স পুলিশ ধারণা করছে, স্ত্রীকে গুলি করে হত্যার পর স্বামী নিজেও আত্মহত্যা করেছেন। ওই দম্পতির মৃত্যুর ঘটনা তারা তদন্ত করে দেখছে।

হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটি হাবিবের লাশের পাশেই পড়ে ছিল।

ফিনিক্স সিটির বাসিন্দা ফোবানার প্রধান নির্বাচন কমিশনার মাহবুব রেজা রহিম জানান, হাবিব একটি রেস্তোরাঁয় কাজ করতেন। চায়না একটি বিউটি পারলার চালাতেন। মহামারীর মধ্যে দুজনেই কর্মহীন হয়ে পড়েছিলেন। সম্পাদনা : রায়হান রাজীব