১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৯:৩০
শিরোনাম:

সরকারের পতনের আওয়াজ উঠেছে : রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, ওদের কাছে থেকে আইন-শৃঙ্খলা বাহিনী ও রাষ্ট্রের শক্তি সরে যায় ওরা (সরকার) এতিম হয়ে যাবে। কূল পাবে না। কোনও আশ্রয়ের জায়গা পাবে না। এত অন্যায় এত পাপ এত অত্যাচার ওরা করেছে।

রিজভী বলেন, বিচার বিভাগকে আপনি (প্রধানমন্ত্রী) বানিয়েছেন আপনার হিংসা পূরণের সবচেয়ে বড় কসাইখানা।

রুহুল কবির রিজভী বলেন, সামনে দিন আসছে। আর বেশি দিন কিন্তু এই সরকার নেই। চারিদিকে সরকারের পতনের আওয়াজ উঠেছে । এত অন্যায় ও অবিচার বাংলার মাটি সহ্য করতে পারে না। এই বাংলার মাটি এমন একটি মাটি এমন এক দুর্জয় ঘাঁটি এখানে অত্যাচারী বেশিদিন টিকতে পারে না। ওদের পতনের নমুনা কিন্তু এমসি কলেজের ছাত্রাবাসে নববধুকে সম্ভ্রমহানি মধ্য এবং মেজর সিনহার বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় সরকারের পতনের লক্ষণ স্পষ্ট হয়ে উঠছে।

মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় জিয়া মঞ্চের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় রিজভী এ কথা বলেন।