১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১০:৪০
শিরোনাম:

আওয়ামী লীগ যে গণতন্ত্রে বিশ্বাস করে সেটা লাঠিপেটার গণতন্ত্র : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব আরও বলেন, আ.লীগের যত ক্ষোভ জিয়া আর খালেদার প্রতি। কারণ তারা যেটি অর্জন করতে পারে জিয়াউর রহমান সেটি অর্জন করেছেন। তিনি স্বাধীনতার ঘোষণা করছেন, যুদ্ধ করেছেন।

তিনি বলেন, যে লোক পাকিস্তানের কমান্ডারকে হত্যা করে যুদ্ধের সূচনা করলেন তিনি হলেন ‘চর’। আর যিনি পাকিস্তানের সেনাদের হাতে বন্দি হয়ে থাকলেন নয় মাস তিনি হলেন ‘নন্দিত’।

রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের কাছে জিয়া ‘নন্দিত নয়’। কারণ তিনি বাকশাল চালু করেননি। তা করলে আওয়ামী লীগের কোনও অসুবিধা ছিল না। জিয়া সংবাদপত্রের স্বাধীনতা কেন দিলেন, এজন্য তিনি নন্দিত নয়।

ছাত্রলীগ-যুবলীগ যা ইচ্ছা তাই করছে’ দাবি করে রিজভী বলেন, ছাত্রলীগ ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থীর মিছিলে হামলা করেছে। অতীতে প্রমাণ হয়েছে, আবারও প্রমাণ হয়েছে, আওয়ামী লীগ যে গণতন্ত্রে বিশ্বাস করে সেটা লাঠিপেটার গণতন্ত্র।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন। সম্পাদনা : রায়হান রাজীব