১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩২
শিরোনাম:

তারেক রহমানকে নিয়ে সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য বানোয়াট : বিএনপি

শনিবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় সমালোচনা করা হয়েছে সরকার এবং প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের। তিনি (জয়) ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের উদ্দেশ্যে যে ফেসবুক স্টাটাস দিয়ে ছিলেন তাকে ফেসবুক কর্তৃপক্ষ ‘বিভ্রান্ত কর” বলে ঘোষণা দিয়েছে। এরফলে বিএনপির নীতিনির্ধারকরা এধরনের মন্তব্য করেন।

নির্বাচন কমিশন স্থানীয় সরকার সংক্রান্ত আইন ২০২০ এর বিষয়ে মতামত চেয়ে রাজনৈতিক দল গুলোর কাছে পুনরায় চিঠি দিয়েছে। এ বিষয়ে নজরুল ইসলাম খানকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়। আগামী ১৬ তারিখের মধ্যে কমিটিকে মতামত সম্পর্কে সুপারিশ দেওয়ার অনুরোধ জানানো হয়।

সভায় সন্ত্রাস, গণ ধর্ষণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। গত ৯ মাসে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের এই ধরনের হীন কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।।

সভায় স্বাস্থ্যখাতের দুর্নীতি ও অব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত বিবরণ দিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তা জনগণের সামনে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
সম্পাদনা: বাশার নূরু