১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৫৭
শিরোনাম:

মা ইলিশ রক্ষায় কুয়াকাটায় সচেতনতামূলক সভা

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : মা ইলিশ রক্ষা করি, ইলিশ সম্পদ বৃদ্ধি কর্য়িঁড়ঃ; এই শ্লোগানকে সামনে রেখে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর দুইটার দিকে উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে কয়াকাটার মৎস্য আড়ৎ পট্টিতে এসভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান। বিশেষ অতিথির কুয়াকাটা পৌর মেয়র আব্দুল বারেক মোল্লা, কুয়াকাটা নৌ-পুলিশ এর ইনচার্জ মোহাম্মদ মাহমুদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আশার আল্ধোসঢ়; জেলে সমিতির সভাপতি মো.নিজাম শেখ,কুয়াকাটা মৎস্য আড়দদার সমিতির সাবেক সভাপতি মো.বশির হাওলাদার
প্রমুখ।

বক্তারা বলেন ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ। এই নিষিদ্ধকালীন সময় সারাদেশে পরিবহন, মজুদ,বাজারজাতকরণ,ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ ও দন্ডনীয় অপরাধ। এ আইন অমান্যকারীকে এক থেকে সর্বোচ্চ দুই বছর সশ্রম কারাদন্ড অথবা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করা যাবে। এসয় স্থানীয় জেলে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।