৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫৯
শিরোনাম:

বিএনপির নির্বাচনী প্রচারণায় আওয়ামী সন্ত্রাসীদের আক্রমণ নিঃসন্দেহে সুপরিকল্পিত

বিএনপির মহাসচিব আরও বলেন, ঢাকা-৫ সংসদীয় উপনির্বাচনে বিএনপির নির্বাচনী প্রচারণায় আওয়ামী সন্ত্রাসীদের আক্রমণ নিঃসন্দেহে সুপরিকল্পিত। সন্ত্রাস সৃষ্টি করে জনগণকে ভীত সন্ত্রস্ত করে সরকারদলীয় প্রার্থীকে বিজয়ী করারই নীলনকশা।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, মানুষের মৌলিক অধিকারগুলোকে উপেক্ষা করে জনগণকে প্রান্তিক পর্যায়ে ঠেলে দিয়েছে বর্তমান সরকার। চোখ রাঙানি দিয়ে সরকার জনগণকে শাসন করতে চায়।

তিনি বলেন, যাত্রাবাড়ীতে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় নেতাকর্মীদের ওপর হামলার ঘৃণ্য ঘটনায় আমি ধিক্কার, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হামলার ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করছি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মনুষ্যসমাজে কখনই কোনও স্বৈরশাসক নিজেদের অবৈধ শাসনকে টিকিয়ে রাখতে পারেনি। গণতান্ত্রিক শক্তির উত্থানে স্বৈরাচারের পতন ঘটেছে দেশে-দেশে। বাংলাদেশেও স্বৈরাচারী শাসকের পতন আসন্ন।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। সম্পাদনা : রায়হান রাজীব