৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৯:৫৬
শিরোনাম:

উপনির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে ও পুনরায় নির্বাচনের দাবিতে বিএনপির মানববন্ধন ও বিক্ষোভ

সম্প্রতি অনুষ্ঠিত সব উপনির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে নির্বাচন বাতিল ও পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। সোমবার (১৯ অক্টোবর) সকালে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

তিনি বলেন, কেন্দ্র দখল, জালভোট প্রদান এবং বিরোধী দলের এজেন্টদের কেন্দ্র থেকে জোর করে বের করে দিয়ে ভোট ছিনতাই করা হয়। নির্বাচন কমিশন নির্বিকার দর্শকের ভূমিকা পালন করে। এর প্রতিবাদে আমরা এই কর্মসূচি দিলাম

এর আগে গতকাল রোববার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মির্জা ফখরুল বলেন, সম্প্রতি পাবনা এবং শনিবার ঢাকা-৫ ও নওগাঁ-৬-এর জাতীয় সংসদের উপনির্বাচনে আওয়ামী লীগ এবং সরকার দলীয় সন্ত্রাসীরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ২০১৮ সালের জাতীয় নির্বাচনের মতোই ত্রাস সৃষ্টি করে।