১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১০:৩২
শিরোনাম:

জেলহত্যাকাণ্ডের অনেক রহস্য উন্মোচন হয়নি, এ রহস্য খুঁজে বের করতে হবে : সেতু মন্ত্রী ওবায়দুল কাদের

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জেল হত্যা দিবসে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলটির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। ডিবিসি ও সময় টিভি

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশে দুর্নীতির প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছি বিএনপি। তাই তাদের মুখে শততার বুলি শোভা পায় না।

তিনি বলেন, জেলহত্যাকাণ্ডের অনেক রহস্য উন্মোচন হয়নি। এ রহস্য খুঁজে বের করতে হবে নতুন প্রজন্মের জন্য। ৭১ এর পরাজিত শক্তির ষড়যন্ত্র এখনো চলছে।

১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নির্জন প্রকোষ্ঠে জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। তারা হলেন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামান।