২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১০:৩৫
শিরোনাম:

ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র গড়তে কাজ করবেন বাইডেন, অভিনন্দন জানালেন ট্রাম্পের ভোটারদেরকেও (ভিডিও)

নির্বাচনে জয় নিশ্চিত হওয়ার পর শনিবার রাতে দেলাওয়্যারে ডেমোক্রেটিক নেতা জো বাইডেন বলেন, আমি এমন একজন রাষ্ট্রপতি হওয়ার অঙ্গীকার করছি যিনি বিভাজন না করে জাতিকে ঐক্যবদ্ধ করতে চান। যিনি লাল ও নীল রাজ্য দেখেন না, কেবল মার্কিন যুক্তরাষ্ট্রকে দেখেন। সিএনএন/ফক্স/এনবিসি

প্রেসিডেন্ট নির্বাচিত হতে স্ত্রী, সন্তান ও নাতি-নাতনিসহ পরিবারের সদস্যদের অবদানের কথা স্মরণ করেন জো বাইডেন। বলেন, পরিবারের সবার ভালোবাসা ও অক্লান্ত সমর্থন ছাড়া আমার পক্ষে এই জায়গায় পৌঁছানো সম্ভব ছিল না। তারা আমার কলিজা। কোভিড মহামারীতে যারা স্বেচ্ছাসেবীর কাজ করেছেন এবং যেসব কর্মকর্তা নির্বাচনি দায়িত্ব পালন করেছে তাদেরও ধন্যবাদ জানান বাইডেন। তিনি তার প্রচার টিম এবং সব স্বেচ্ছাসেবীদের কাছে ঋণী বলে জানান।

তিনি বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের মনুষ কথা বলেছে। তারা আমাদের সুস্পষ্ট বিজয় এনে দিয়েছেন। এটা জনগণের বিজয়। এই জাতির ইতিহাসে প্রেসিডেন্ট নির্বাচনে আমরা সবচেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছি – সাত কোটি ৪০ লাখ ভোট। আমার ওপর আপনাদের এই আস্থা ও বিশ্বাসের জন্য আমি কৃতজ্ঞ। যে দৃষ্টিভঙ্গির প্রতি যুক্তরাষ্ট্রের মানুষ রায় দিয়েছে তাকে বাস্তবে পরিণত করাই এখন আমাদের কাজ।

বাইডেন ট্রাম্পের ভোটারদের ঐক্য ও পুনর্মিলনের আহ্বান জানিয়ে বলেন, যারা প্রেসিডেন্ট ট্রাম্পকে ভোট দিয়েছেন, আপনাদের হতাশাটা আমি বুঝি। আমিও বেশ কয়বার পরাজিত হয়েছি। কিন্তু এখন একে অন্যকে সুযোগ দিতে হবে। আমাদের দুই পক্ষের আবারও একে অন্যের কথা শোনার সময় এখন।

তিনি বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রের মূল শক্তির পুনর্গঠন করতে চাই। মধ্যবিত্ত শ্রেণির মানুষকে টেনে তুলতে চাই। যুক্তরাষ্ট্রকে এমনভাবে গড়ে তুলতে চাই, যাকে সারা বিশ্ব সম্মান করবে।’

নির্বাচনের সময়কার সব ঘটনা ভুলে যাওয়ার আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, ‘এখন সময় কর্কশ কথাবার্তা দূরে ঠেলে রাখার। উত্তেজনা কমিয়ে একজন আরেকজনের দিকে তাকাতে হবে। উন্নতি করতে হলে আমাদের বিপক্ষ দলকে শত্রু ভাবা বন্ধ করতে হবে।’ বাইডেন আরও বলেন, ‘তারা আমাদের শত্রু নয়, তারা আমেরিকান।’