১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১৬
শিরোনাম:

ধর্ম মন্ত্রণালয় ছাড়া আপাতত মন্ত্রী সভায় আর কোনো রদবদল হচ্ছে না : ওবায়দুল কাদের

ধর্ম মন্ত্রণালয় ছাড়া আপাতত মন্ত্রী সভায় আর কোনো রদবদল হচ্ছে না। প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদে রদবদল এখনই প্রয়োজন এমন মনে করছেন না।

তিনি বলেন, করোনা দিন দিন বাড়ছে। প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত আসবে। মানুষের জীবন আগে। জীবন না থাকলে জীবিকা দিয়ে কি হবে। পুরো লকডাউন সম্ভব না, পাকিস্তান করতে পারেনি, ভারত যা করেছে তাতেও লাভ হয়নি। প্রতিদিন সংক্রমণ বাড়ছে। সরকারের প্রস্তুতি আছে। প্রধানমন্ত্রী নিজেই এটি মনিটরিং করছে। যারা মাস্ক পড়বে না জরিমানা হবে, প্রধানমন্ত্রী এ বিষয়ে কঠোর।

মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন সড়ক পরিবন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

লকডাউন আসতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন, সিদ্ধান্ত হতে পারে যদি কোন রেস্ট্রিকশন দিতে হয় সেটিও হতে পারে। মফস্বলে তো একেবারেই স্বাস্থ্যবিধি মানে না। তবে এ রকম (লকডাউন) কিছু না। গতি প্রকৃতি দেখে প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত। মাস্ক ব্যবহার করতে হবে সেটাই কঠোর সিদ্ধান্ত।