১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৮:০৫
শিরোনাম:

দেশকে অস্থিতিশীল করতে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই কুষ্টিয়ায় বিএনপি অফিসে হামলা চালানো হয়েছে : মির্জা ফখরুল

দেশকে অস্থিতিশীল করতে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই কুষ্টিয়ায় বিএনপি অফিসে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, উদোর পিণ্ডি বুধোর কাঁধে চাপিয়ে গণতন্ত্রকামীদের নির্যাতন করতে চায় সরকার। ক্ষমতায় টিকে থাকতে সব ধরনের অপকর্মই করছে আওয়ামী লীগ।

রোববার (৬ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে স্বৈরাচার পতন দিবস উপলক্ষে নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্য আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এই সময়ে আপনারা ছাড়া অপকর্ম আর কে করতে পারে, আপনারা ছাড়া আর কারেও তো কিছু করার সুযোগই নেই।’

ভোটের অধিকার, বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়ে সরকার রাষ্ট্রকে বিপন্ন করে তুলেছে বলেও মন্তব্য করেন বিএনপি’র মহাসচিব।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বলে আর কাজ করে উল্টো। তারা কোনোদিনই গণতান্ত্রিক দল ছিলো না। গণতন্ত্র ও আওয়ামী লীগ কখনোই একসাথে যায় না।

দেশের মানুষ গণতন্ত্র ছাড়া থাকতে পারে না বলে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যেতে হবে। এ অবস্থায় হতাশ ও হঠকারী কোনোটাই হওয়া যাবে না।

অনুষ্ঠানে আমান উল্লাহ আমান ও খায়রুল কবির খোকনসহ নব্বুইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্যের অন্য নেতারাও বক্তব্য রাখেন।