৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৪:২৩
শিরোনাম:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহার

৭ দফা দাবি বিবেচনার আশ্বাসের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেছেন। ৭ কলেজের চলমান সমস্যা সমাধানের দাবিতে বুধবার (২৩ ডিসেম্বর) রাজধানীর নিউমার্কেট মোড়ে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা।

এরই প্রেক্ষিতে ৭ কলেজের অধ্যক্ষরা গত ২২ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে বৈঠক করেন বলে জানান ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। বৈঠক শেষে উপাচার্যের আশ্বাসের ভিত্তিতে শিক্ষার্থীরা মঙ্গলবার বিকেলে কর্মসূচি প্রত্যাহার ও বুধবার সকালে স্ব স্ব কলেজের ভেতরে অবস্থান নেয়।

ফলাফল পুনর্মূল্যায়ন ও শিক্ষাবর্ষ যাতে বিলম্বিত না হয় সে বিষয় বিবেচনা করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা।

এদিকে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নিউ মার্কেট মোড় ও ঢাকা কলেজের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।